Superintendent of Police, Narayanganj

গত ২২ মে, ২০২৩, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল এলাকা থেকে অভিযান চালিয়ে ০২(দুই) জন আসামীদ্বয়কে গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত গাড়ী উদ্ধার করা হয় ।


গ্রেফতারকৃতদের নাম ।

১। আরজু (৩৫), পিতা-মৃত সামসুল ইসলাম, মাতা-শুক্কুরভিম, সাং-গোলাইকান্দাইল মধ্যপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ;

২। ড্রাইভার মোঃ রাজিব হোসেন (২৯), পিতা-মৃত. নায়েব আলী, মাতা- মৃত. মিনারা বেগম, সাং-খোদাই কান্দাইলা, গোলাইকান্দাইল দক্ষিন পাড়া, থানা-রূপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ।
পূর্বের গ্রেফতারকৃত আসামীঃ

১। শরিফুল ইসলাম রাসেল (৩২), পিতা-নেওয়াজ আহমেদ, সাং- গোলাইকান্দাইল দক্ষিন পাড়া, থানা-রূপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ।